For Recent News Click

বাংলাদেশের বোলিংয়ের প্রাণভোমরা

আবদুর রাজ্জাক আবদুর রাজ্জাক
 
একটা জায়গায় ‘একমাত্র’ হয়ে আছেন আড়াই মাস ধরে। তিনিই একমাত্র বাঁহাতি স্পিনার, ওয়ানডেতে যাঁর হ্যাটট্রিক আছে। খানিকটা ঝুঁকি নিয়ে আরেকটা ক্ষেত্রেও ‘একমাত্র’ বলে ফেলা যায় আবদুর রাজ্জাককে। সম্ভবত তিনিই একমাত্র স্পিনার, যাঁকে নিয়মিত বোলিং করতে হয় ইনিংসের শুরুতে, মাঝে ও শেষে!
চকচকে থাকতেই বল হাতে নিতে হয় নিয়মিত। ১১১ ওয়ানডের ৭০টিতেই বোলিংয়ে এসেছেন তিন নম্বরে। মাঝেমধ্যে হাতে নিতে হয় একদম নতুন বলও। ইনিংসের মাঝামাঝি যখন গড়ে উঠছে কোনো জুটি, আবার ডাকা হয় রাজ্জাককে। রান আটকানো আর উইকেট নেওয়া—শেষের দিকে প্রয়োজন দুটোই। এখানেও ভরসা রাজ্জাক।
সব কটি কাজ সফলভাবে করে আসছেন বলেই অনেক দিন ধরে বাংলাদেশের মূল স্পিনার রাজ্জাক। তবে দেশের মাটিতে বিশ্বকাপ, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার আর মাশরাফি বিন মুর্তজার না থাকা—সব মিলিয়ে এবার তাঁকে বলা যায় বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রাণভোমরা। এই ভোমরা বেঁচে থাকা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়, কিন্তু দলটার নাম যে ভারত!
ভারত মানেই তাঁর কাছে অম্ল-মধুর অভিজ্ঞতা। ক্রিকেট ক্যারিয়ারের স্মরণীয়তম স্মৃতি এই ভারতের বিপক্ষে। শচীন টেন্ডুলকারেরটিসহ ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন ২০০৭ ভারত-বধে। এই ভারতের বিপক্ষেই আবার তাঁর ওয়ানডে রেকর্ড সবচেয়ে বাজে। বোলিং গড় এই দলের বিপক্ষেই সবচেয়ে বেশি (৬৪.১৬), ৮ ম্যাচে উইকেট মাত্র ৬টি, ৫ ম্যাচেই কোনো উইকেটের মুখ দেখেননি। ‘কিপটে বোলার’ হিসেবে খ্যাতি যাঁর, ভারতের বিপক্ষে তিনিই ওভারপ্রতি রানও দিয়েছেন পাঁচের বেশি। বাংলাদেশকে গত বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে হলে রাজ্জাককেও ফিরে যেতে হবে পোর্ট অব স্পেনে। পারবেন রাজ্জাক?
‘প্রতিটি ম্যাচই নতুন। মাঠে নামার সময় আগের রেকর্ড কি আর সঙ্গে নামে? ভারতের বিপক্ষে রেকর্ড ভালো হলেও আমি এই ম্যাচে যেমন বোলিং করতাম, এখনো তেমনই করব। আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়ে চেষ্টা করব। ভালো-খারাপ পরের ব্যাপার’—রাজ্জাক জানালেন অতীত রেকর্ড তাঁকে খুব একটা ভাবায় না। ভাবাচ্ছে না ভারতের ব্যাটিং লাইনআপও। ওপেনিংয়ে শেবাগ-টেন্ডুলকার, তিনে গম্ভীর, মাঝে যুবরাজ-ধোনি-কোহলি, আর সাতে ইউসুফ পাঠান! তবে এই ভীতি-জাগানিয়া ব্যাটিং লাইনআপেও ভড়কে যাচ্ছেন না রাজ্জাক, ‘মানছি ভয়ংকর ব্যাটিং লাইনআপ, সবাই স্পিন খুব ভালো খেলে। কিন্তু ভয়ই যদি পেলাম, তাহলে আর ম্যাচ খেলে কী লাভ! গত বিশ্বকাপেও ওদের ব্যাটিং লাইনআপ দুর্দান্ত ছিল, কিন্তু আমরা ঠিকই জিতেছি। এবারও তো হতে পারে এমন কিছু!
সেই আশাতেই তো আছে গোটা বাংলাদেশ!

0 comments:

Post a Comment