For Recent News Click

সেই দুজন এই দুজন

গত বিশ্বকাপে ভারতীয় বোলারদের অভিজ্ঞতা যে ভালো ছিল না, মুনাফ চাইলে সেটি ভাগাভাগি করে নিতে পারেন ন� গত বিশ্বকাপে ভারতীয় বোলারদের অভিজ্ঞতা যে ভালো ছিল না, মুনাফ চাইলে সেটি ভাগাভাগি করে নিতে পারেন নেহরা-শ্রীশান্তের সঙ্গে!
প্রথম আলো

২০০৭ বিশ্বকাপের আগে দুজনই ছিলেন তুমুল আলোচনায়। তবে উল্টো কারণে। মহেন্দ্র সিং ধোনিকে ভাবা হচ্ছিল বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের একজন। বিশ্বকাপের আগে ওয়ানডে ব্যাটিং গড় ছিল ৪৭ ছুঁইছুঁই। ছিল ১৪৮ ও ১৮৩ রানের অসাধারণ দুটি ইনিংস। মুশফিকুর রহিম দেশজুড়ে ঝড় তুলেছিলেন বিশ্বকাপ দলে জায়গা পেয়েই। ১৮ বছরের তরুণকে যে নেওয়া হয়েছিল অভিজ্ঞ তারকা ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদের বদলে! অথচ বিশ্বকাপ তাঁদের বরণ করল ঠিক উল্টোভাবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুজনের দল। নিজের ব্যাটিংয়ের সঙ্গে মানানসই এক পরিস্থিতিতে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি, কিন্তু আউট মাত্র ৩ বল খেলেই, রান করতে পারেননি। ছোট কিন্তু ঝুঁকিপূর্ণ রান তাড়ায় আক্রমণ ও রক্ষণের মিশেলে দারুণ এক ফিফটি করে মুশফিকুর ফিরেছিলেন দলের জয়কে সঙ্গী করে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও রানের দেখা পাননি ধোনি, মুত্তিয়া মুরালিধরনের দুসরায় এলবিডব্লু হয়েছিলেন বিব্রতকরভাবে। প্রথম ম্যাচের পর মুশফিকুরের ব্যাট আর হাসেনি সেভাবে, তবে দলের সাফল্যে ঠিকই স্মরণীয় হয়ে আছে তাঁর প্রথম বিশ্বকাপ। সময়ের পরিক্রমায় দুজনেই আজ উইকেটের সামনে-পেছনে দলের বড় আস্থা। ধোনি তো দলের কান্ডারিই। এই বিশ্বকাপ কী জমিয়ে রেখেছে দুজনের জন্য?

0 comments:

Post a Comment