
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুজনের দল। নিজের ব্যাটিংয়ের সঙ্গে মানানসই এক পরিস্থিতিতে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি, কিন্তু আউট মাত্র ৩ বল খেলেই, রান করতে পারেননি। ছোট কিন্তু ঝুঁকিপূর্ণ রান তাড়ায় আক্রমণ ও রক্ষণের মিশেলে দারুণ এক ফিফটি করে মুশফিকুর ফিরেছিলেন দলের জয়কে সঙ্গী করে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও রানের দেখা পাননি ধোনি, মুত্তিয়া মুরালিধরনের দুসরায় এলবিডব্লু হয়েছিলেন বিব্রতকরভাবে। প্রথম ম্যাচের পর মুশফিকুরের ব্যাট আর হাসেনি সেভাবে, তবে দলের সাফল্যে ঠিকই স্মরণীয় হয়ে আছে তাঁর প্রথম বিশ্বকাপ। সময়ের পরিক্রমায় দুজনেই আজ উইকেটের সামনে-পেছনে দলের বড় আস্থা। ধোনি তো দলের কান্ডারিই। এই বিশ্বকাপ কী জমিয়ে রেখেছে দুজনের জন্য?
0 comments:
Post a Comment